মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সায়হাম গ্রুপের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার সহযোগিতায় ৩ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. ফয়সল চক্ষু শিবিরের উদ্বোধন করেন। সৈয়দ মো. আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ডা. কামরুল ইসলাম, ডা. রতন কুমার সিংহ প্রমুখ।
(Source: Amar Desh) (Link:http://www.amardeshonline.com/pages/details/2013/02/17/188355#.USBnbvLnGqA)
|