মাধবপুর উপজেলায় ৮ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সায়হাম গ্রুপ। গতকাল হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. ফয়সল এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান সামশুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আলাউদ্দিন আল রনি, ডা. লাল মিয়া, মীর আবদুল আলীম বাদল, বজলুর রহমান ভূঁইয়া, শাহিন মিয়া, মির্জা ইকরাম, ফরিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। (Source:Amar Desh)
(Link:http://www.amardeshonline.com/pages/details/2012/12/31/180504#.UOFm7KznGqB)
|