মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৩:
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে পুলিশ মাইক্রোবাসসহ ১৯ অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে। পুলিশ জানায়, প্রায় একমাস আগে বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় জীবিকা নির্বাহের সন্ধানে আসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১৯ মাটিকাটা শ্রমিক। ওই শ্রমিকরা স্থানীয় মহাশয়ের বাজার এলাকায় অবস্থান করে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করে। গত রোববার বিকালে তারা নিজ এলাকার একটি মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো চ-১১-৮২১৪) এনে নিজ এলাকার উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা সোয়া ৭টার সময় মাইক্রোবাসটি স্থানীয় মহাশয়ের বাজারের নিকটবর্তী ব্রিজে থেমে স্থানীয় বারআউলিয়া গ্রামের আবদুস সহিদের পুত্র জাহাঙ্গীর আলম (১৫)কে অপহরণ করে নিয়ে যায়। মাইক্রোবাসটি মিরপুর হয়ে শায়েস্তাগঞ্জ পয়েন্টে আসার পর অপহৃত জাহাঙ্গীর আলম চিৎকার দিলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ মাধবপুর উপজেলার জগদীশপুর চৌমুহনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। রাত ১০টার দিকে ওই মাইক্রোবাসটি চেকপোস্টে পৌঁছলে পুলিশ মাইক্রোবাসসহ ১৯ অপহরণকারীকে আটক ও অপহৃত কিশোরকে উদ্ধার করে।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মৃত কাজী আবদুল জাহের-এর পুত্র আবদুল কাদির (৪০), আবদুর রাজ্জাক-এর পুত্র শফিক মিয়া (২২), মৃত মহেব আলীর পুত্র আক্তার হোসেন (২০), হাবিবুর রহমানের পুত্র আবদুল কাদির (২৬), মৃত হারুন মিয়ার পুত্র মাহমুদ আলী (৪০), মৃত ফজলুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের পুত্র আবদুল বাছের (১৯), মকবুল হোসেনের পুত্র সৈয়দ হোসেন (২৮), আবদুুস শহীদের পুত্র বিল্লাল মিয়া (২৮), হীরা মিয়ার পুত্র সোলেমান (৩০), মৃত ইউনুছ মিয়ার পুত্র খোকন মিয়া (২১), মৃত কাজী আবদুল জাহেরের পুত্র আবুল ফয়েজ (৩০), আবদুল আহাদের পুত্র হাকিম মিয়া (২৮), আবদুুল গফুরের পুত্র মোহাম্মদ আলী (৫২), আবদুল আহাদের পুত্র মিজান মিয়া (২০), নূরুল ইসলামের পুত্র খোরশেদ আলম (১৮) ও আবদুল কাদিরের পুত্র সোহেল (১৮), সেজামোড়া গ্রামের মৃত নূরু মিয়ার পুত্র স্বপন মিয়া (১৯) এবং কাটিঙ্গা গ্রামের তোতা মিয়ার পুত্র জাহিদ (৩৫)। গতকাল অপহৃতের পিতা আবদুস সহিদ বাদী হয়ে বাহুবল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
(Source: Daily Manab Zamin) (Link:http://www.mzamin.com/details.php?nid=NDQxNDA=&ty=MA==&s=MjA=&c=MQ)
|