গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা সিবিএ নেতা জিল্লুর রহমানকে গতকাল মঙ্গলবার আটক করা হয়েছে।
মামলার বাদী পক্ষের কৌশলী এ্যাড. তাসমিম বেগম মিলা জানান, জিল্লুর রহমান কর্তৃক ব্যাংকের আত্মসাত্কৃত ৫৬ লাখ ৬৪ হাজার ৯১০ টাকার মধ্যে ৩ লাখ ৪৫ হাজার টাকা উপজেলার দড়িতাজপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমানের ব্যাংক এ্যাকাউন্ট থেকে উত্তোলন করেন। এ ঘটনায় তিনি গত সেপ্টেম্বর মাসে গাইবান্ধা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। জিল্লুর রহমান ওই মামলায় মঙ্গলবার অতিরিক্ত জেলা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তার জামিন বাতিল করে আটকের আদেশ দেন।
(Source: Daily Ittefaq) (Link:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMTZfMTNfMV8yNV8xXzExNjE2)
|