সাদুল্যাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্যাপুরের জয়েনপুর গড়ের মাঠ আজিজুল ইসলাম দাখিল মাদরাসার ২৫০ জন ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি মাদরাসা প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি কলিম উদ্দিন সরকার, সুপার আঃ রউফ মন্ডল, সহ-সুপার জোবায়ের, ম্যানেজিং কমিটির সদস্য আঃ শহিদুর রহমান শহিদ, শিক্ষক আঃ মোত্তালেব যুগান্তর ও সাতমাথা এবং বিএনপির উপজেলা প্রতিনিধি আঃ মানবজমিন ও আজকের জনগণ এবং এ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর উপজেলা প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির, দৈনিক জনতা ও বগুড়া এবং বিডিপ্রেসনিউজ এর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।
(Source: Daily Sangram) (Link: http://www.dailysangram.com/news_details.php?news_id=106084)
|