রাজধানীর ভাটারা এলাকায় বাসযাত্রী আহত হওয়ায় বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাটারার জমজ রোডের মাথায় সকাল ১০টায় সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-২১৬৫) বাসে উঠতে গেলে একজন লোক নিচে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এতে এলাকার রাস্তা বন্ধ হয়ে গেলে প্রচুর যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে ভাটারা থানার ওসি জিয়াউজ জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিক্ষুব্ধ জনতাকে রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
(Source: Daily Amardesh) (Link:http://www.amardeshonline.com/pages/details/2013/01/11/182349#.UPT0jaznGqA)
|