মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালীর পানচাষীরা পান বিক্রি করে প্রচুর টাকা পেলেও নিরাপত্তা নেই পান বরজে। কারণ পানের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাড়ছে পান চোরের উপদ্রব। রাত-দিন পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না পান চোরদের। প্রতিদিন কোনো না কোনো এলাকায় ঘটছে পান চুরির ঘটনা। কষ্টের ফসল রক্ষার্থে পান চাষীদের এখন রাত-দিন পান বরজ পাহারা দিতে হচ্ছে। অনেককেই রাতে পান বরজে নির্ঘুম রাত কাটিয়ে চোর পাহারা দিতে হচ্ছে। বর্ষা পেরিয়ে শুষ্ক মৌসুমের শুরু থেকে গত তিন-চার মাস ধরে পানবাজারে এই এলাকার উত্পাদিত বিখ্যাত মিষ্টি পানের দাম ও চাহিদা বেড়ে যাওয়ায় চাষীদের মাঝে উত্সাহের আমেজ দেখা দেয়।
(Source: Amar Desh) (Link:http://www.amardeshonline.com/pages/details/2013/01/09/181881#.UO0eIaznGqA)
|