আজ বাদে কাল বাংলা ১৪১৯ নতুন বছর শুরু হবে। গেল বছর অনেক প্রত্যাশা ছিল, সকলের একটাই উত্তর আসবে যার বেশির ভাগ পূরন হয়নি। ভেবেছিলাম গেল বছরে নিজের বা দেশের অনেক উন্নয়ন হবে। কিন্তু তার বেশির ভাগ তেমন হয়নি যেমন চেয়েছিলাম। আমাদের এই প্রিয় দেশটির আরো অনেক ভাল কাজ হওয়া উচিৎ ছিল কিন্তু হয়নি। গেল বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন যা সবাই একবাক্যে স্বীকার করবেন তা হল ক্রিকেটে এশিয়া কাপে জিততে জিততেও হেরে যাওয়া। অথচ তা নিয়েও আমাদের কত কথা। এ অকথা সংস্কৃতির এ দেশ হতে কবে বিতাড়িত হবে তা কারও জানা নেই। দেশের হাজারও বিশ্রী ঘটনার মাথায় নিয়ে চলতে চলতে বাঙলা বছরের শেষে এসে দেশ জুড়ে যাকে বলে talk of the country তে পরিণত তা হল রেলমন্ত্রীর এপিএস এর গাড়ি ভর্তি টাকার ফিরিস্তি। দেশ আসলে কোথায় যাচ্ছে, এ দেশের সঠিক গন্তব্য কোথায়? তা দেশ পরিচালকেরা না জানলেও টাকার বস্তার গতির কথা ঠিকই জানেন। তারপরও এদেশ নিয়ে আমাদের অনেক আশা, প্রত্যাশা। বাঙলা নববর্ষে এ বাংলাদেশ নিয়ে একটি সুন্দর ও স্বপ্নের দেশেই হোক আমাদের প্রত্যাশা। গ্রামওয়েবের সকল সদস্য ও ইসলামপুর ইউনিয়নের সকল শুভাখাংকীদের জানাই ইসলামপুরের পক্ষহতে বাঙলা নতুন বছরের শুভেচ্ছা।