সরকারি আধা সরকারি ও ফোরাম নেতৃবৃন্দের অংশগ্রহণের মধ্যদিয়ে WORLD VISION BANGLADESH চৌফলদণ্ডী এডিপির হল রুমে অনুষ্ঠিত হয়ে গেল CIMCI এর কর্মশালা। চৌফলদণ্ডী এডিপির লাইভিহোড সিকিউরিটি সেক্টরের HPO বিপ্লব কান্তি ধরের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন এডিপির ম্যানেজার অনিল চিসিম। তিনি তার বক্তব্যে বলেন প্রচার বিমূখ সংস্থা WORLD VISION কাজ করে শামুকের মতো নীরবে ডান হাতে করলে বাম হাতে জানে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ভাল কাজ করলে কোন পত্রিকা এ সংস্থা সম্পর্কে লিখে না কিন্তু সংস্থার গড়া ফোরামের অবস্থা জানতে গেলে কোন কোন ফোরাম লিডার সংস্থা সম্পর্কে অবান্তর কিছু পত্রিকায় লিখে সংস্থার ভাবমূর্তি নষ্ট করার প্র্য়াস চালায় যা অত্যান্ত দুঃখজনক। তিনি আরও বলেন CIMCI হল WORLD WIDE একটি বিষয় যা শিশুদের নিয়ে কাজ করে। WORLD VISION BANGLADESH ফোরামের সহযোগিতায় চৌফলদণ্ডী এডিপির ৭ টি ইউনিয়নে এ বিষয়ে কাজ করতে চায়। কর্মশালায় আরও বক্তব্য রাখেন চৌফলদণ্ডী এডিপির কো-অর্ডিনেটর রামেন্দ্র চন্দ্র সরকার। অর্ধদিবসের কর্মশালাটি পরিচালনা করেন কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার ও ঈদ্গাঁও এলাকার কৃতি সন্তান ডাঃ কামরুল আজাদ। তিনি বলেন মানুষ বেশি অসহায় থাকে কম বয়সে আর বেশি বয়সে। এ দেশে ১৫% শিশু ডায়রিয়া, ১০% ম্যালেরিয়া, ৫% হাম, ৪% HIV , ২৫% অন্যান্য, ২৩% ARI ও ২৩% প্যাবিনেটে মারা যায়। আগে ৬ টি রোগের টিকা দেওয়া হলেও বর্তমানে ৮ টি রোগের টিকা দেওয়া হয়। ২ মাস বয়সি শিশুরা খুব বেশি ঝুঁকি পূর্ণ। পানি বা খাবার খেতে না পারা, বমি করা, জ্বর থেকে খিঁচুনি ও নেথিয়ে পড়া এ চারটিকে লাল গ্রুপ বলে উল্লেখ করে কালবিলম্ব না করে শিশুকে হাসপাতালে নিতে হবে। কোন দুই মাসের শিশুর শ্বাস-প্রশ্বাস মিনিটে ৬০ বারের বেশি হলে, বুকের নিচের অংশ ধেবে গেলে ধরে নিতে হবে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। ২৪ ঘন্টার মধ্যে ২ বারের বেশি পায়খানা করলে শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত বলে দ্রে নিতে হবে এবং দ্রুত চিকিৎসা দিতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক HPO বিপ্লব কান্তি ধর বলেন, উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে শিশু মৃত্যুর হারের দিক দিয়ে বাংলা দেশ প্রথম। এ দেশে প্রতি বছর ১ লাখ ২০ হাজার শিশু মারা যায় অপুষ্টিতে, ৮০ হাজার মারা যায় নিউমোনিয়ায়, ৪৫ হাজার মারা যায় ডায়রিয়ায়, ১৭ হাজ্র মারা যায় পানিতে পড়ে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নূরুল আজিম ধানসিঁড়ি, নারায়ণ কান্তি দে নান্দনিক, মকছুদ আহমদ বন্ধন, নূরুল ইসলাম প্রতীক, আঁখি রাখাইন সী কোষ্ট, ফরিদা ইয়াসমিন পোকখালি মডেল ফোরাম ও মহিউদ্দিন নিশান।