দুই দিন ব্যাপী ইসলামপুরের ইসলামপুর বন্ধন বহূমূখী সমবায় সমিতি লিঃ( বন্ধন ফোরামের) এর অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ অডিট কার্যক্রম পরিচালনা করেন CCLUB এর চকরিয়া অফিসের কর্মকর্তা দাদা সমীরণ, ফেনী অফিসের কর্মকর্তা দাদা প্রণব ও কক্স বাজার অফিসের কর্মকর্তা দাদা মম। WORLD VISION BANGLADESH, চৌফলদণ্ড ADP এর কর্মকর্তা দাদা রমেন, দাদ নজির ও খ্রীষ্টফার খুইয়া এ অডিট পর্যবেক্ষণ করেন নিবিড় ভাবে। অডিটের শুদ্ধতার জন্য দাদারা দলে দলে গিয়েও লেজারের হিসাবের সাথে পাশ বই মিলিয়ে দেখেন। ফোরামের সভাপতি মকছুদ আহমদের প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, আরও অনেক আগে এ অডিটের ব্যবস্থা করলে বন্ধন ফোরেমের জন্য খুব ভাল হতো। এখন ফোরাম নিজস্ব একটি গতি পাবে। সরকারি অডিট অর্থহীন এ কারণে যে টাকা দিলে খুব ভাল মানের অডিট পাওয়া যায়। তিনি WORLD VISION BANGLADESH কে বিশেষ করে দাদা রমেন ও দাদা খ্রীষ্টফার কে মুবারকবাদ জানান। ফোরামের এ অডিট কাজে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছে ফোরামের CBO Facilatator কুলছুমা বেগম ও শাজালাল। |