নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৮-০২-২০১৩
কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) নির্বাচনী এলাকার সীমানা পুনর্বহালের দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কুমিল্লা নগরের টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।
কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রছাত্রী সংসদের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অংশ নেন সর্বদলীয় সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রদলের সমন্বয়ক আবু নাসের মো. মানিক, উপজেলা যুবদলের সহসভাপতি শাহ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, বরুড়া উপজেলা ছাত্রছাত্রী সংসদের সভাপতি শাহ মো. ইমরান হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খসড়া ভোটার তালিকা অনুযায়ী বরুড়া উপজেলায় ভোটারসংখ্যা দুই লাখ ৫২ হাজার। এর থেকে কমসংখ্যক ভোটার রয়েছেন, এমন উপজেলা নিয়েও কুমিল্লায় একাধিক সংসদীয় আসন হয়েছে। অন্যদিকে ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠা হয়। ৬৫ বছরের পুরোনো একটি উপজেলাকে দুই টুকরা করে আরেকটি সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নির্বাচন কমিশনের ওই সীমানাবিন্যাস বাতিল করতে হবে। অন্যথায় হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ও চান্দিনা উপজেলা নিয়ে কুমিল্লা-৭ আসন করা হয়। একই সঙ্গে একটি পৌরসভা, ১১টি ইউনিয়ন ও সদর দক্ষিণ উপজেলার বেশির ভাগ এলাকা নিয়ে কুমিল্লা-৮ আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়, যা ভৌগোলিক দূরত্ব ও ভোটারসংখ্যার ভিত্তিতে অসামঞ্জস্যপূর্ণ।
(Source: Prothom alo) (Link: http://www.prothom-alo.com/detail/date/2013-02-18/news/330120)
|