রাউজানে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু---------- Feb 13, 2011
চলতি মাসের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং মার্চে নির্বাচন অনুষ্ঠিত হবে_ নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর রাউজানের ১৪টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে আগামী নির্বাচনে জনসমর্থন আদায়ের প্রচেষ্টায় মেতে উঠেছেন।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে রাউজানের ১ নং হলদিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবদুল মোমেন চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, এসএম বাবর, বিএনপির সাবেক চেয়ারম্যান এহসানুল হক ও মোসলেহ উদ্দীন। ২ নং ডাবুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আবদুর রহমান চৌধুরী, উত্তর জেলা কৃষক লীগের নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের আলমগীর, বিএনপির সাবেক চেয়ারম্যান দিদারুল আলম।
৩ নং চিকাদাইর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান কাজী দিদারুল আলম, মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা শ্যামল দত্ত, ব্যবসায়ী মোজাফর হোসেন, বর্তমান চেয়ারম্যন বিএনপি নেতা সিরাজ উদ্দীন। ৪ নং গহিরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপির হারুন অর রশীদ, জাহাঙ্গীর মিয়াজী, ছাত্রলীগের নাজিম উদ্দীন তালুকদার, জাতীয় পার্টির নাছির উদ্দীন ছিদ্দিকী। ৬ নং বিনাজুরী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাধন মুহুরী, আবুল কাশেম, কামরুল ইসলাম চৌধুরী বাচ্চু, মির্জা আলমগীর, বিএনপির বর্তমান চেয়ারম্যান এমদাদুল আকবর চৌধুরী, ৭ নং রাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের এম শাহ আলম চৌধুরী, ব্যবসায়ী দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আজিম চৌধুরী, বিএনপির ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, ব্যবসায়ী সৈয়দ হোসেন কোম্পানি। ৮নং কদলপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোজাহিদ উদ্দীন লিংকন, সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, তছলিম উদ্দীন, বিএনপির ফরহাদ উদ্দীন, শফিউল আলম চৌধুরী টিপু। ৯নং পাহাড়তলী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম, বিএনপির আহাম্মদ বশর, জামায়াতের মোজাহের মিয়া। ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাছ উদ্দীন, মাহমুদ, জসিম উদ্দীন, বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান আবু হোসেন। ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আবদুস ছালাম, উত্তর জেলা যুবলীগ নেতা সাহাব উদ্দীন আরিফ, বিএনপির আলী আজগর চৌধুরী, জেবর মুল্লুক। ১২নং উরকিরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আনোয়ার চৌধুরী, দুলাল বড়ূয়া, শফি শাহ, সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, আবদুল মজিদ, যুবলীগ নেতা নুরুল আজম। ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দিদারুল আলম, নুর মোহাম্মদ, জসিম উদ্দীন আমির, বিএনপি নেতা আনোয়ার হোসেন ও মোহাম্মদ আবছার। ১৪ নং বাগোয়ান ইউনিয়নের নির্যাতিত যুবলীগ নেতা ভূপেশ বড়ূয়া ও যুবলীগ নেতা মোশারফ হোসেন ছোটন, বিএনপির আবুল বশর, ১৫ নং নোয়াজিসপুর ইউনিয়নের আওয়ামী লীগের সরোয়ার্দী সিকদার, মাহমুদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রাশেদুল আলম চৌধুরী, বিএনপির বর্তমান চেয়ারম্যান এইচএম নুরুল হুদা,।
রাউজানের ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী সংখ্যা খুবই কম। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত রাউজান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের ভোট ৪ ভাগে বিভক্ত হওয়ায় বিএনপির মেয়র প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসান মেয়র নির্বাচিত হন। আগামী ইউপি নির্বাচনে রাউজানের ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারিত করতে না পারলে ইউপি নির্বাচনেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী ভরাডুবির শিকার হতে পারেন বলে এলাকার সাধারণ মানুষ অভিমত ব্যক্ত করেন।