উপজেলার গুরুত্বপূর্ণ হাফেজ বজলুর রহমান সড়কের এখন অত্যন্ত নাজুক অবস্থা বিরাজ করছে। ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এখন অনেকটাই ক্ষত-বিক্ষত। উপজেলা সদরের সঙ্গে দক্ষিণ অঞ্চলের লোকজনের সাথে এ সড়কটি যোগাযোগের অন্যতম বাহন।
সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে পাহাড়তলী, ঊনসত্তর পাড়া, পরীর দীঘির পাড়, মানছি পাড়া, ঈষাণ ভট্টের হাট, সোমবাইজ্জ্যা হাট, মীর বাগিচা, বটতল, উপজেলা হাসপাতাল, বড় মৌলানার মাজার ও হাজীপাড়া এলাকায় সড়কের মাঝখান থেকে বিটুমিন কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে মারাত্মকভাবে। সামান্য বৃষ্টিতে গর্তগুলো পানিতে ভরাট হলে মনে হয় ছোট-খাট ডোবা। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার-হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। এছাড়াও বৃষ্টির উজানের পানির স্রোতের কারণে সড়কটির বিভিন্ন স্থানে পাশ দেবে গেছে। পাহাড়তলী থেকে জলিল নগর বাসস্ট্যান্ড পর্যন্ত এ সড়কের উপর রয়েছে এক ডজনেরও বেশি কালভার্ট। অধিকাংশ কালভার্টই রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছু-কিছু কালভার্ট ভাঙ্গনের খুবই কাছাকাছি চলে আসলেও সংস্কারের তেমন উদ্যোগ নেয়া হচ্ছে না।
|