 জাপানের কিউশু ইউনিভার্সিটি ও অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল স্কলারশিপের (এওটিএস) যৌথ পৃষ্ঠপোষকতায় গ্রামীন কমিউনিকেশন্সের আয়োজনে 'আমার গ্রাম আমার গর্ব' শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজের এলাকার তথ্য চিহ্নিত, সংগ্রহ ও ডিজিটাইজ করে গ্রামওয়েবের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জানানোর সুযোগ পেয়েছেন। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্যে জাপান যাবেন ৬জন। এছাড়া অন্যান্য বিজয়ী ১৩জন। বিজয়ী ৬ জন জাপানে এওটিএস আয়োজিত ৮ দিনের আইসিটি ব্যবসা উদ্ভাবন কর্মশালায় অংশগ্রহণ করবেন। গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার মূল বিষয়ের মধ্যে ছিলো গ্রামের পাঁচটি বিষয় নিয়ে নিজের ইউনিয়ন সম্পর্কে তথ্য তৈরী করা। গ্রামে তথ্য উদ্যোক্তা তৈরির এ প্রতিযোগিতার মধ্যে ছিরো এক নজরে আমার ইউনিয়ন, ইউনিয়নের তিনটি গর্ব এবং ইউনিয়নের তিনটি সমস্যা, ইউনিয়নবাসীর তিনটি চাওয়া, ইউনিয়নে ১টি তথ্য ভিত্তিক ব্যবসা সম্ভাবনার উপর তথ্য সংগ্রহ করা। |