 কদলপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু’র স্মরণসভা গত ৯ মার্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেছেন, রাজনীতিবিদ ডাঃ জাহাঙ্গীর সাত্তার টিংকু একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি গণমানুষের কল্যানে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, জাহাঙ্গীর সাত্তার টিংকুর সহধর্মীনি খুদিস্তা নূর এ নাহারীন মুন্নি, ছেলে সায়ের জাহাঙ্গীর সাত্তার দ্রুব, বীমাবিদ এস. এম. ইউসুফ, এডভোকেট কাজী মুহাম্মদ নাজমুল হক, সুরঞ্জন ভট্টাচার্য, মোঃ ইমতিয়াজ হাসান সেলিম, মোবারক শাহ চৌধুরী, অধ্যক্ষ আবদুল মালেক, সাংবাদিক মোহাম্মদ আলী, সাধন কৃষ্ণ চক্রবর্ত্তী, মোঃ সাইফুল্লাহ আনসারী।
প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্যরে পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, ফাহিম উদ্দিন শাহ্ মন্টু, জসিম উদ্দিন চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, আবু মোহাম্মদ চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোঃ সেলিম উদ্দিন, মোঃ ফরহাদুর রহমান চৌধুরী, মোঃ ওসমান চৌধুরী, আরমান চৌধুরী বাপ্পী, রবিউল হোসেন শাহ্, মোঃ আজগর আলী চৌধুরী, মঈনুদ্দীন চৌধুরী, পিঙ্কু ভট্টাচার্য্য, জাবের হোসেন চৌধুরী, মিজানুর রহমান তালুকদার, মোঃ মহিউদ্দিন চৌধুরী, মোঃ একরাম হোসেন, মোঃ মহসীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তুখোড় ছাত্রনেতা জাহাঙ্গীর সাত্তার টিংকু একজন বড় মাপের মানুষ ছিলেন। আধুনিক সমাজ বিনির্মাণে এবং শিক্ষাক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।
|