(মোহাম্মদ নূর উদ্দিন চৌধুরী, কদলপুর, রাউজান):রাউজান কদলপুর আইডিয়াল হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ২৮ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৮নং কদলপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক জনাব মোজাহিদ উদ্দিন চৌধুরী লিংকন , বিশেষ অতিথি ছিলেন মাষ্টার আবু জাফর চৌধুরী ও ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালেয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মোহাম্মদ , এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, আবু মোহাম্মদ চৌধুরী, ইউপি সদস্য আবুল হোসেন খোকন ও মোহাম্মদ আলমগীর , শিক্ষিকা প্রয়দশি বডুয়া, রোশন আকতার লাকী, সাহেদা খানম চৌধুরী মনি,আরফাতুন নূর, মোছাম্মৎ রেবা আকতার, রেশমা আকতার ও শিক্ষক মোহাম্মদ মোরশেদ প্রমুখ।
|