 দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে একটি কম্পিউটার ল্যাব। স্থানীয় দানশীল ব্যক্তি আইয়ুব চৌধুরী এই ল্যাব প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি এখানে পাঁচটি কম্পিউটার প্রদান করেন। গতকাল ২৩ ডিসেম্বর সকালে এই ল্যাবের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপূর্ত ও গৃহায়ন সংক্রান্ত বিষয়ক সংসদীয় কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী, সাধারণ সম্পাদক মুসিলম উদ্দিন খান, সরকারি টিসার্স কলেজের অধ্যাপক মীর আবু ছালে মোহাম্মদ সামশুদ্দীন শিশির,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস। অন্যান্যর বক্তব্য রাখেন, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, আরিফুল আলম, স.ম. জাফর উল্লাহ, বনমালী দাশ, গৌতম কান্তি দে, ওয়াসিনটন দেব নাথ, কাজল শীল, আবদুল মান্নান, নুরুল ইসলাম, সাজেন্ট(অব) জানে আলম প্রমুখ। |