Kadalpur
   (Raozan Upazila, Chittagong District)
Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members
 
Village Introduction
Villagers
Agriculture
Education and Employment
Health
Economy and Commerce
Infrastructure
Resources
Govt and Non-Govt Org
Tourism and Entertainment
Village Development Works
Village Gallery
News & Events
Emergency Contacts
Wishlist

Sign In
User:
Pass:
 
I can't access my account.
Forgot Password
Member SignUp
 

News : News Details
View List
রাউজানে ইউপি নির্বাচন: আ:লীগ ১৩, বিএনপি ১ : বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ
Jun 19, 2011
১৯ জুন : রাউজানে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর বিক্ষুদ্ধ কর্মী সমর্থকরা কয়েকটি ইউনিয়নে বিজয়ী প্রার্থীর লোকজনের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটিয়েছে। ১৮জুন শনিবার নির্বাচন শেষ হওয়ার পর পরই এ হামলার ঘটনা ঘটে। নির্বাচনে ১৪টি ইউনিয়নে ১৩টিতে আ.লীগ ও ১টি তে বি.এন.পি প্রার্থী জয়ী হয়েছে। এর মধ্যে ২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার আবু জাফর চৌধুরী বলেছেন ভোট না দেওয়ার সন্দেহে তার বাড়িতে হামলা করা হয়েছে। তার একপুত্রকে মারধর করেছে। এলাকার লোকজন জানান, ৭নং রাউজান ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের বিরোধীতা করেছেন এমন অনেক বিরোধী প্রার্থীর কর্মী সমর্থকরা হামলার আশংকায় বাড়ী ঘর ছেড়েছেন। হামলার ঘটনার ঘটেছে ডাবুয়া ইউনিয়নেও। এই ইউনিয়নের বিজয়ী প্রার্থী আবদুর রহমান চৌধুরীর পক্ষে তার আত্মীয় সাহাবুদ্দীন অভিযোগ করেছেন, রোববার সকালে পরাজিত প্রার্থী আলমগীরের উগ্র কর্মী সমর্থকরা তার পক্ষে থাকা পশ্চিম ডাবুয়ার জসিম উদ্দিন , বাহার উদ্দিন, গোলাফুর রহমান, বাইন্যাহাট এলাকার আবদুল মান্নান, আজিম উদ্দিনের উপর হামলা চালিয়ে আহত করেছে। হামলাকারীরা তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে। বিষয়টি তিনি প্রশাসনকে জানালেও কোনো ধরণের ব্যবস্থা নেয়া হয়নি বলে তার অভিযোগ। থানার অফিসার ইনচার্জ উনু মং জানান, ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে কোনো কোনো স্থানে হালকা কিছু ঘটনা ঘটলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে তা শেষ হয়ে গেছে। এদিকে ঘোষিত ফলাফল হিসাবে ১৪টি ইউনিয়নে ৩৯৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুল আলম পেয়েছেন ৩০২৭ ভোট । ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন ৪৮২৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলমগীর পেয়েছেন ৪৪৮৭ ভোট । গহিরায় নুরুল আবছার ১৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজিম উদ্দিন তালুকদার পেয়েছেন ১৬১৮ ভোট । নোয়াজিষপুর ইউনিয়নে ৩৩১৮ পেয়ে বিজয়ী হয়েছেন সরোয়াদ্দী সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ইসলাম পেয়েছেন ১৩৪৭ ভোট । বিনাজুরীতে ২০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুকুমার বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রবিন্দ্র লাল চৌধুরী পেয়েছেন ১৩১৮ ভোট । রাউজান সদর ইউনিয়নে ফায়জুল ইসলাম চৌধুরী, টিপু বিজয়ী হয়েছেন ৪৫৯৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আলম পেয়েছেন ৩০১২ ভোট। কদলপুরে মোজাহেদুল ইসলাম চৌধুরী ৪৮৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল হক চৌধুরী পেয়েছেন ২১২২ ভোট। পাহাড়তলীতে মোহাম্মদ ইব্রাহীম বিজয়ী ৪৪৪৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল মান্নান পেয়েছেন ৩১০৯ ভোট । পূর্ব গুজরায় এম.আব্বাস উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন ২৭৭০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদ হোসেন পেয়েছেন ২৫২৫ ভোট। উরিকরচরে আনোয়ার চৌধুরী বিজয় হয়েছেন ভোট ৩৩০৮ পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার আজম পেয়েছেন ২৬৪৫ ভোট । নোয়াপাড়া আলহাজ্ব দিদারুল আলম বিজয়ী হয়েছেন ৭৫০৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জানে আলম ভোট পেয়েছেন ৩৯২৭। বাগোয়ানে ভূপেশ বড়ুয়া বিজয়ী হয়েছেন ৪৪৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল বশর পেয়েছেন ৩৯০৭ ভোট । এর আগে পশ্চিম গুজরা সাহাবুদ্দিন আরিফ ও চিকদাইর ইউনিয়নের কাজী দিদারুল আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
View List
ITEM FIGURE   RANK
Area 3,760.00 A 3708
Population 18,615.00 P 3154
Density of Population 4.95 P 1075
Literacy Rate 58.00 % 369
NER in Primary Education 61.64 % 542
Girls' NER in Primary Education 61.53 % 591
Improved Sanitary Latrine 20.73 % 2652
Improved Drinking Water Source 88.90 % 2796
Electricity Connection 66.02 % 199
Source : BBS
As on (Date):
Jan 27, 2001
Visitors US_flag.png US 1419611 AU_flag.png AU 243811 BD_flag.png BD 113950 DE_flag.png DE 99674 FR_flag.png FR 89689 GB_flag.png GB 67844 CN_flag.png CN 54060 NL_flag.png NL 53000 EU_flag.png EU 37632
 
 

Home  |   About Us  |   Access Features  |   Contact Us  |   News  |   Sign Up  |   Sign In  |   Village in Media  |   Help Desk  |   GramWeb  |   Members

© 2009 Global Communication Center & Kyushu University. All rights reserved.