 কদলপুরে চেয়ারম্যান প্রার্থী সাইফুল হক চৌধুরীর সমর্থনে সমাবেশ----রাউজানের কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরীর সমর্থনে ভোমারপাড়ায় মৌলানা আবদুল মান্নানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, কেরামত আলী চৌধুরী, আবদুল ওহাব মিয়া, নুরুল ইসলাম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। সমাবেশে চেয়ারম্যান প্রার্থী সাইফুল হক চৌধুরী বলেন, আমি বিলাসবহুল জীবন চাইনি, তাই কদলপুরবাসীর পাশে দাঁড়াতে নির্বাচনে প্রার্থী হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এলাকার মানুষের ভাগ্য ফেরাতে ভোট করছি, গ্রামে এসেছি, এখনও আছি, ভবিষ্যতে ও থাকবো । |