রাউজানের ১৪ ইউনিয়নের ১০৮ গ্রাম পুলিশ ও ১৩ দফাদার চার মাস ধরে বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইউনিয়নগুলো হলো_ হলদিয়া, ডাবুয়া রাউজান, চিকদাইর, গহিরা, বিনাজুরী, ৭নং রাউজান ইউনিয়ন, কদলপুর, পাহাড়তলী পূর্ব গুজরা, পশ্চিম গুজরা, উরকিরচর, নোয়াপাড়া ও বাগোয়ান।
গ্রাম পুলিশ আবদুল মান্নান জানান, প্রত্যেক গ্রাম পুলিশকে ইউনিয়ন পরিষদ থেকে প্রতি মাসে ৮০০ টাকা ও উপজেলা পরিষদ থেকে এক হাজার ১০০ টাকা করে বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু সাত মাস ধরে ইউনিয়ন পরিষদ থেকে গ্রাম পুলিশদের কোনো বেতন-ভাতা দেওয়া হয়নি।
এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন চন্দ্র পাল জানান, ইউনিয়ন পরিষদের প্রদত্ত বেতন-ভাতার টাকা গ্রাম পুলিশদের দেওয়া হয়নি।
নুর মোহাম্মদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান
রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল সংযুক্ত আরব আমিরাত সফরে থাকায় ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল ৩০ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফরে থাকবেন বলে তিনি জানিয়েছেন।
|