 রাউজানের কদলপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে সংঘটিত এ চুরির ঘটনায় চুরের দল নিয়ে গেছে ১২ভরি স্বর্ণালংকার, নগদ এক লক্ষ টাকাসহ মূল্যবান সরঞ্জাম।
জানা যায়, উপজেলার কদলপুর ইউনিয়নের আমির পাড়া এলাকার আব্দুস সামাদের বাড়ীর দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম ও জাফর সওদাগর এর ঘরের দরজা কৌশলে খুলে ঢুকে পড়ে চুরের দল। এক পর্যায়ে তারা রুমে এক ধরণের সেন্ট ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। পরে আলমারির তালা খুলে সেখানে রক্ষিত নগদ এক লক্ষ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সরঞ্জাম লুটে নেয়।
এ ব্যাপারে রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্য প্রবাসী জাহাঙ্গীর আলম জানায় তাদের বিল্ডিং নির্মাণে কাজের জন্য এক লক্ষ টাকা ঐদিন ব্যাংক থেকে আনা হয়েছিল। এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনু মং ঘটনার সত্যতা স্বীকার চুরির ক্লু উদঘাটনের চেষ্টা চলছে।--------------চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১১ | ২৬ ফাল্গুন ১৪১৭ | ০৪ রবিউস সানি ১৪৩২ | Thursday, 10 March 2011
|