রাউজানে গলায় ফাঁস লাগিয়ে সানজিদা সুলতানা মুন্নী (১৭) নামের এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার কদলপুর ইউনিয়নের বাচা মিয়ার বাড়ীতে রোববার রাতের কোন এক সময়ে ঘটে।
স্থানীয়রা জানান আত্মহত্যাকারী মুন্নী উপজেলার নোয়াপাড়া আছদ আলী মাতাব্বর পাড়ার আবদুস ছমদের মেয়ে। সে ৭/৮ বছর আগে মা মারা যাওয়ার পর ফুফুর বাড়ী কদলপুরে থাকত। দীর্ঘদিন যাবৎ সে স্কুলে যেতে অনিহা প্রকাশ করে আসছিল। রোববার রাতে পরিবারের সদস্যদের ঘুমন্ত অবস্থায় রেখে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। রাউজান থানার এস. আই ফারুক লাশ উদ্ধার করেন এবং এব্যাপারে থানায় ইউ,ডি মামলা দায়ের হয় বলে জানান। আত্মহত্যাকারী মুন্নী কদলপুর স্কুলে নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। আত্মহত্যার সুস্পষ্ট কারণ জানা যায়নি।
|