.jpg) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত আবদুল আজিজ আল-নক্সবন্দি (রহ.) বার্ষিক ওরস অনুষ্ঠানকে কেন্দ্র করে দু'পক্ষ বিবাদে জড়িয়ে পড়েছে। বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিয়া উদ্দীন আহমদ বাবলুর বংশধরদের সঙ্গে হজরত আবদুল আজিজ আল-নক্সবন্দি (রহ.)-এর বিশিষ্ট খলিফা হজরত কাজী নাদের হোসেন (রহ.)-এর বংশধরদের সঙ্গে মাজার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে।
১০ ফেব্রুয়ারি জিয়া উদ্দীন আহমদ বাবলুর বংশধরদের পক্ষে সৈয়দ নাছির উদ্দিন ও তার অনুসারীরা ওই ওরস মাহফিলের আয়োজন করেন। কিন্তু খলিফা হজরত কাজী নাদের হোসেন (রহ.)-এর পক্ষে তার ওয়ারিশ সৈয়দ কাজী মাহমুদুল হক ও তার অনুসারীরা গত ১৫ ফেব্রুয়ারি হজরত আল নক্সবন্দি (রহ.)-এর মাহফিল করার সময় নাছির উদ্দিনের পক্ষের লোকজন ওরস করতে দেননি। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় নাছির উদ্দিন রাউজান থানায় সৈয়দ কাজী মাহমুদুল হকসহ তার অনুসারীদের আসামি করে মামলা করেন। অন্যদিকে একই ঘটনায় নাছির উদ্দিন ও তার লোকজনকে দায়ী করে মাহমুদুল হক রাউজান থানায় জিডি করেন। বর্তমানে মাজারের নিয়ন্ত্রণ নিয়ে রাউজানের কদলপুর এলাকায় একে অপরের মুখোমুখি অবস্থানে। যে কোনো সময় সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছে সাধারণ মানুষ। |