মতলব উত্তর / ২৮ ডিসেম্বর (কুমিল্লাওয়েব ডটকম)——
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এ বছর জেএসসিতে ৪ হাজার ৭১৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৪ হাজার ৬১৮ জন, পাশের হার ৯৬.৭৮ এবং জেডিসিতে ৫০৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৫০০ জন, পাশের হার ৯৯.২০ ভাগ। উপজেলার ৪০ টি বিদ্যালয়ের মধ্যে জেএসসি’তে শতভাগ পাশকরা বিদ্যালয় ১৭ টি এবং ১২ টি মাদ্রাসার মধ্যে জেডিসি’তে শতভাগ পাশকরা মাদ্রাসা ৯ টি।
শতভাগ পাশকরা বিদ্যালয়গুলো হলো-
বড়হলদিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়- ১৬ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য ১০০ ভাগ। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়- ২৪০ জনে শতভাগ, হাজী মোঃ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়- ৮২ জনে শতভাগ, রুহিতারপাড় ডিএম জুনিয়র উচ্চ বিদ্যালয়- ২০ জনে শতভাগ, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়- ১০৮ জনে শতভাগ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়- ৯৪জনে শতভাগ, চরকালিয়া উচ্চ বিদ্যালয়- ১৯৪ জনে শতভাগ, শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়- ৮৪ জনে শতভাগ, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়- ১২৫ জনে শতভাগ, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়- ৮২ জনে শতভাগ, গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয়- ৯৪ জনে শতভাগ, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়- ৬৯ জনে শতভাগ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়- ৯০ জনে শতভাগ, অলিপুর উচ্চ বিদ্যালয়- ৬৮ জনে শতভাগ, নীলনগর উচ্চ বিদ্যালয়- ৮১ জনে শতভাগ, কালীপুর হাইস্কুল এন্ড কলেজ ১৮৬ জনে শতভাগ, দি কার্টার একাডেমী ২৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয় ২৩ জন, পাশের হার শতভাগ।
এ ছাড়াও উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৮, জমিলাখাতুন উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৬, পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.২৪ এবং হাজী মইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.২২ ভাগ।
শতভাগ পাশ করা মাদ্রাসাগুলো হলো-
ফরাজীকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা- ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হয় ৬৩ জন পাশের হার শতভাগ, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা- ৬০ জনে শতভাগ, দশানী আল-আমিন মাদ্রাসা- ২৯ জনে শতভাগ, লুধুয়া আহম্মদীয়া মাদ্রাসা- ২৫ জনে শতভাগ, আমিয়াপুর বিবি ফাতেমা(রা:) মহিলা মাদ্রাসা- ৫৪ জনে শতভাগ, রসূলপুর হাজী চাঁনবক্স সরকার দাখিল মাদ্রাসা- ৩০ জনে শতভাগ, বদরপুর আদমীয়া মাদ্রাসা- ৩৬ জনে শতভাগ, লবাইরকান্দি আল-আমিন মাদ্রাসা- ৩২ জনে শতভাগ, এবং আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা- ৩০ জন পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য শতভাগ। (Source:Comillaweb.com)
(link:http://www.comillaweb.com/2012/12/28/21027/)
|