ভিডিও ব্লগ: তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি - ডঃ আশির আহমেদ
Published by Ashir.Ahmed on Fri, 27/04/2012 - 12:47pm
হ্যালো, আমার নাম আশির আহমেদ। আমি জাপানের কিয়োশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি। আমি লেখাপড়া করেছি কুমিল্লা জিলা স্কুলে, তারপর ঢাকা কলেজে। কিছুদিন বুয়েটে ছিলাম। কিন্তু সেটা শেষ না করেই চলে যাই জাপানে। তারপর সেখানেই আমার আন্ডারগ্রেড, মাস্টার্স এবং পিএইচডি।
ছোটবেলা থেকেই আমার নানান বিষয়ে আগ্রহ ছিল। এবং তথ্য মানুষকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করতে ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই যৌবনের শুরুর দিকে আমার গ্রামে একটি লাইব্রেরী করে দিয়েছিলাম, এবং সেখানে পত্রিকা রাখা শুরু করলাম। কিছুদিন পরেই দেখতে পেলাম, যারা পত্রিকা পড়ছে, আর যারা পড়ছে না তাদের ভেতর চিন্তার দূরত্ব অনেক।
গ্রাম নিয়ে সবসময়ই আমার সেই আগ্রহটা ছিল। তাই আমি এখনও চেষ্টা করছি গ্রামের অর্থনীতিতে কোনও অবদান রাখা যায় কি না। সেই লক্ষ্যেই এখন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। এই ভিডিও ব্লগে আমি সেগুলোর কিছু ধারনা দেয়ার চেষ্টা করেছি। এই তথ্যগুলো আপনাদের কোনও কাজে লাগলে উপকৃত হবো।