নিজস্ব সংবাদদাতা, পটিয়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আল্লাই ওখাড়া এলাকায় সড়কের দুইপাশে মাটি সরে গিয়ে পুকুরে পতিত হচ্ছে। ফলে মহাসড়কে চলাচলকারী বিআরটিসি’র দ্বিতল বাসসহ বিভিন্ন বাস-ট্রাক চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় এলাকাবাসী দুর্ঘটনা রোধে সহসা সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে শীত মৌসুমে হাজার হাজার পর্যটকের গাড়িসহ অসংখ্য যানবাহন চলাচল করে। সম্প্রতি মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল থেকে আল্লাই ওখাড়া কাগজিপাড়া পর্যন্ত অর্ধ কিলোমিটার সড়কের দুইপাশের মাটি সরে গিয়ে খাদের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আশরাফ আলী মাজার এলাকায় সড়কের মাটি সরে পুকুরে পড়ায় সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে ওই স্থানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর শফিকুল মান্নান ভুলু জানান, দীর্ঘদিন থেকে আল্লাই ওখাড়া এলাকার সড়কটিতে সংস্কার হচ্ছে না। রাস্তার দুই পাশ ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। এতে স্থানীয় আল্লাই ওখাড়া প্রাইমারি স্কুল ও আশরাফ আলী একাডেমীর শিক্ষার্থীদের রাস্তা পারাপারসহ যান চলাচল মারাত্মক ঝুঁকিতে পড়েছে। অতিদ্রুত সড়কটির পাশে মাটি ভরাটসহ পুকুরে প্রতিরক্ষা দেয়াল দেয়া প্রয়োজন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, সড়কটির দুইপাশ মেরামতের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশসহ সড়ক ও জনপথের আওতাধীন পটিয়ার সকল সড়ক বর্ষার আগে মেরামতের জন্য সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে আলোচনা হয়েছে। আশা করি, তারা শীঘ্রই সড়কগুলোর মেরামত কাজ শুরু করবে।
(Source:DainikPurbokone) (Link:http://www.dainikpurbokone.net/index.php?option=com_content&view=article&id=67716:2013-02-25-19-41-59&catid=10:2011-05-26-03-33-49&Itemid=6)
|