পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁওয়ে ১০৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ভাড়াভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড (ইসিপিভিএল) নামের একটি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে। চলতি বছরের জুলাইয়ে এ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড যৌথভাবে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড (ইসিপিভিএল) নামে যৌথ মালিকানা প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১০৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আইপিপি প্লান্ট স্থাপনের জন্য ২০১২ সালের ১৬ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে চুক্তি সই করে। প্রায় ৯০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৭২০ কোটি) বিনিয়োগে পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে ৭ একর জায়গা নিয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি ইতোমধ্যে চলে এসেছে। প্রকল্প পরিচালক আশিক আহমেদ জানান, ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ ভূমি উন্নয়ন শেষ হয়েছে। কর্ণফুলী নদীর তীরে হওয়ায় জ্বালানি পরিবহনে বিদ্যুৎকেন্দ্রটির যোগাযোগ খরচ অনেকাংশে কমে যাবে। ইসিপিভিএলের হেড অব অপারেশন্স মাঈনুদ্দীন খান যায়যায়দিনকে জানান, বিদ্যুৎকেন্দ্রটিতে ৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১৬টি জেনারেটর প্রতিস্থাপন করা হবে। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে দেশীয় প্রকৌশলীদের নিয়োগ করা হয়েছে। শুধু জেনারেটনসহ আনুষঙ্গিক মেশিনপত্র নরওয়ে থেকে আনা হচ্ছে। এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে প্রকৌশলীসহ দুই শতাধিক লোকের কর্মসংস্থান হবে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে এ প্রকল্পে ফার্নেস অয়েল ও ডিজেল ব্যবহার করা হবে। ইসিপিভিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল করিম জানান, দেশের বিদ্যুৎঘাটতি মিটিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগ করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ সমস্যার জন্য শিল্পায়ন ত্বরান্বিত হচ্ছে না। ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হলে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন জানান, এ বিদ্যুৎকেন্দ্রটিতে আগামী জুলাই নাগাদ উৎপাদন শুরু করা যাবে।
(Source: Jai Jai Din) (Link:http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=388&cat_id=1&menu_id=16&news_type_id=1&index=1)
|