ভোরের কাগজ : সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : উপজেলায় গত শুক্রবার বিকালে একটি চিত্রা হরিণ উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। খাদ্য ও পানির সন্ধানে আবাসস্থল থেকে চিত্রা হরিণটি ইছাখালীর চুনিমিঝির টেক এলাকায় পানি পান করতে এলে এলাকাবাসী হরিণটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করে। রাতে স্থানীয়দেরকে নিয়ে উপকূলীয় সংরক্ষিত গহীন বনাঞ্চলে এটি অবমুক্ত করা হয়।
মিরসরাই থানার এসআই শফিকুল ইসলাম পিপিএম জানান, হরিণের আবাসস্থলে মারাত্মক খাদ্য ও মিঠাপানির সংকট দেখা দেয়ায় হরিণ ছুটে আসছে লোকালয়ে।
এ ব্যাপারে বামনসুন্দর বনবিট কর্মকর্তা মাহমুদ হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে পুলিশ ও এলাকাবাসী হরিণটিকে উপকূলীয় সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বলে তিনি জানান।
(Source: Vhorer Kagoj) (Link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/02/04/101991.php)
|