মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে জেলেদের জাল ও মাছ লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। গত সোমবার বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলবর্তী সাহেরখালীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলে সম্প্রদায় মঙ্গলবার বিকালে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জেলেরা জানায়, উপজেলার সাহেরখালী জেলেপাড়ার জেলেরা রোববার বিকালে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মাছ ধরার জন্য যায়। পর দিন সকালে বাড়ি ফেরার পথে জলদস্যুরা জেলেদের ওপর হামলা চালিয়ে ৪০টি বিন্নি জাল, যার মূল্য প্রায় ৬ লাখ টাকা ও ১০ হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। সাহেরখালী জেলেপাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল দাস জানান, জলদস্যুরা তার ১৪টি ও একই এলাকার অর্জুন দাসের ৬টি বিন্নি জাল নিয়ে গেছে। সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যু আতঙ্কে থাকতে হয় জেলেদের।
(Source: Amar Desh)
(Link: http://www.amardeshonline.com/pages/details/2013/01/24/184435#.UQC_I6znGqB)
|