মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
তারিখ: ১৬ জানুয়ারি, ২০১৩
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার ছদরমাদিঘী এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার রাতে ছাত্রলীগ নেতা মাসুক ও শাখার সাথে বাগবিতণ্ডা হয়। এর জেরে মাসুক ও তার সমর্থকেরা শাখার ওপর হামলা চালায়। খবর পেয়ে শাখার সমর্থিত গ্রুপের ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী অস্ত্রশস্ত্র নিয়ে ছদরমাদিঘী বাজারে জড়ো হয়ে পাল্টা হামলা চালায়। হামলা-পাল্টাহামলায় উভয় গ্রুপের কমপক্ষে ছয়জন আহত হন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতেরা হলেন মাসুক (২৫), শাখা (২৮), নয়ন (২০), ফকির (২১), সোহাড় (২২), চাপা (৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাঈনুর ইসলাম রানা জানান, ছদরমাদিঘী বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী মাসুক ও তার গ্রুপের সদস্য ও করেরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুকুমার রায়ের ১২ভরি স্বর্ণালঙ্কার লুটে নেন। এ ছাড়া তারা একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
সোমবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।
(Source:Daily Nayadigonto) (Link: http://www.dailynayadiganta.com/new/?p=92743)
|