ভোরের কাগজ : মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৩
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : ওরসে ঢোল বাজানোকে কেন্দ্র করে হাটহাজারীতে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মোঃ জাহেদুল আলম (২০) নামের এক যুবককে আটক করেছে। আহতরা হলেন : ইমু (২২), মঞ্জু (৩৫), আজাদ (১৭), রাসেল (৩০) ও নেছার খান (৩৮)।
সূত্র জানায়, গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা সমিতির হাট হজরত আবুল কাসেম শাহর ৮০তম ওরস বার্ষিকী চলছিল। এ উপলক্ষে আকবরিয়া এলাকার কিছু মানুষ ওরসস্থানে একটি মহিষ নিয়ে যায়।
অপরদিকে দক্ষিণ মাদার্শার মাদারীপুল এলাকাবাসীও মহিষ নিয়ে ওই স্থানে যায়। এ সময় এক পক্ষ ঢাকঢোল বাজালে অপরপক্ষও একই সঙ্গে ঢোল বাজানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও পরে লাঠিসোঁটা নিয়ে মারামারি ও তুমুল সংঘর্ষে লিপ্ত হয়।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুই গ্রামের হাজার হাজার লোক ঘটনাস্থলে এসে মারমুখী হয়ে ওঠে। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
(Source: Bhorer Kagoj) (Link: http://www.bhorerkagoj.net/new/blog/2013/01/22/99503.php)
|