যে গ্রামে জন্ম গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনেকরি সে গ্রামটির নাম শিয়ালকাঠী । বাংলাদেশের বহু অঞ্চল ভ্রমনের সুযোগ আমার হয়েছে । কিন্তু পিরোজপুর জেলার কাউখালী উপজেলার এই শিয়ালকাঠী গ্রামটি আমার সবচেয়ে প্রিয় গ্রাম । এগ্রামের পশ্চিম দিকদিয়ে কচা নদী বয়ে গেছে । কচা নদী পার হয়ে আমরা আমাদের জেলা শহর পিরোজপুরে যাই । গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে । এগ্রামের মানুষ অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির । অতিথি পরায়ণতা এগ্রামের মানুষের প্রধান বৈশিষ্ট্য । সহজ স্বাভাবিক জীবন যাপনে সবাই অভ্যস্ত । শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম । তাই বলে শিক্ষিতের হার কম না । এগ্রামের সাধারণ অধিবাসীদের শিক্ষার প্রতি আগ্রহবোধ শিক্ষার হারকে বাড়িয়ে দিয়েছে ।
|